HAMPI RAPE INCIDENT
06 MARCH 2025:Sanapur Lake একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে কর্ণাটকের Sanapur Lake , হাম্পিতে , যেখানে ২৭ বছরের একটি ইসরাইলের পর্যটক ও তার সঙ্গে ২৯ বছরের তার গাইডের সাথে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় এদের সাথে থাকা আরও তিনজন পুরুষ পর্যটক যারা আমেরিকা,উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে এসেছিলেন তাদেরকেও মেরে ক্যানেলে ফেলে দেয়া হয়। কর্ণাটক পুলিশ তাদের মধ্যে দুজনকে ৮ তারিখ অ্যারেস্ট করেছেন এবং এখনো ইনভেস্টিগেশন চলছে।

HAMPI RAPE CASE – মূলত ১০ঃ৩০ এর সময়ে তারা যখন রাত্রের ডিনার শেষ করে লেকের ধারে ঘুরতে বেরিয়েছিলেন তখন তাদের উপরে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে চড়া হয় এবং ১০০ টাকার দাবি করে পেট্রোল ভরানোর জন্য এবং তারা সেই টাকা দিতে অস্বীকার করলে তাদের উপর চড়াও হয় এবং এই ঘটনার টিকে ঘটায়।

তিনজন ব্যক্তি তাদের উপর চড়া হলে তুন্দ্রা ভাঙ্গা লেফট ব্যাংক ক্যানাল এ দুজন তথা আমেরিকার পর্যটক ড্যানিয়েল ও মহারাষ্ট্রের পর্যটক পঙ্কজ ক্যানেলের জলে ঝাঁপ দিয়ে কিন্তু মহারাষ্ট উড়িষ্যার টুরিস্ট বিভাস তাদের হাতে ধরা পড়ে এবং তাকে মেরে ক্যানেলের জলে ছুড়ে ফেলে দেয় মৃত ভেবে । এরপর এই তিনজন মিলে ইজরাইলি পর্যটক ও তার হোমস্টে ওনার বা গাইডকে ধর্ষণ করে ।
৮ই মার্চ ২০২৫ কর্ণাটক পুলিশ এই এই ঘটনার প্রেক্ষিতে দুইজনকে আটক করে। যারা দুজনেই সাই নগর এর বাসিন্দা পুলিশে তরফ থেকে জানানো হয় যে তারা একটি স্পেশাল পুলিশ ফোর্স গঠন করে সে তৃতীয় ব্যক্তির খোঁজ করছে।
Israeli woman gang raped in India, friend killed after being thrown into the river – report
— Dr. Fundji Benedict (@Fundji3) March 8, 2025
A 27-year-old female Israeli tourist, and a 29-year-old companion, were gang raped near Hampi in Karnataka, Indiaon Thursday night, in an ambush that also saw her companion drowned after… pic.twitter.com/ZlB59p7NNB

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিধা রামমাইয়া একে গভীর ও জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন।
এই ঘটনায় আবার আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের পর্যটকদের সেফটি এবং ভারত সম্পর্কে তাদের চিন্তাভাবনা। হাম্পি রেপ কেস ভারতের বিরুদ্ধে চলে আসা সমস্ত নেগেটিভ তত্ত্বকে আবার উসকে দিয়ে বিশ্ব দরবারে ভারতকে আবার কাঠগড়ায় তুলে দিলো যে ভারত একটি SAFE COUNTRY নয় I