AADHAR UPDATE NEWS 2025

AADHAR UPDATE NEWS 2025

aadhar update news 2025

Aadhar NEW update 2025 :

Aadhar update news 2025 Aadhar good governance portal – 

কেন্দ্রীয় সরকার আধার কার্ডের জন্য নতুন AADHAR NEW UPDATE নিয়ে এসেছে যেখানে জন্য নতুন আধার পোর্টাল লঞ্চ করেছেন যেখানে ভারতীয় নাগরিকরা খুব সহজেই Aadhar authentication request এবং আধার কার্ডের সংশোধন সংক্রান্ত কাজ খুব দ্রুত সম্পন্ন করতে পারবে।

Aadhar update news 2025 deadline extended :

Aadhar portal ভারতীয় নাগরিকদের জন্য Free আধার আপডেট এর সময়সীমা বৃদ্ধি করেছে এবং এই সময়সীমা হল ১৪ই জুন ২০২৫। উপরে উক্ত তারিখের মধ্যে ভারতীয় নাগরিকগণ my Aadhaar portal এ খুব সহজেই নাম, ঠিকানা, জন্মতারিখ প্রভৃতি সংশোধন করতে পারবে। তবে প্রত্যেককেই ১০ বছরের মধ্যে তার বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ফটো আপডেট করাতে হবে এবং এই পরিষেবা এখনো ফ্রি রয়েছে। 

AADHAR UPDATE NEWS 2025 -Children’s Aadhar update :

শিশুদের ক্ষেত্রে আধার আপডেট অনিবার্যভাবে কার্যকর করার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে। এবং প্রত্যেক পাঁচ থেকে পনেরো বছরের শিশুকে বাধ্যতামূলকভাবে তাদের বায়োমেট্রিক আপডেট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান ও ফটো আপডেট করার কথা আধার পোর্টালে উল্লেখ করা হয়েছে।


কিভাবে আবেদন করবে :
  1. myAadhar.uidai.gov.in সাইটে যেতে হবে 
  2. ও টি পি দিয়ে মোবাইল ভেরিফাই করতে হবে। 
  3. ডকুমেন্ট আপডেট এ গিয়ে ক্লিক করতে হবে ।
  4. ম্যাক্সিমাম দুই এমবির মত ছবি আপলোড করাতে হবে 
  5. সাবমিট করে ইউ আর নাম্বার ট্র্যাকিং এ দিতে হবে 
  6. কিছুদিনের মধ্যে সেটা আপডেট হয়ে যাবে 
  7. তবে উল্লেখ খুঁজে ডেমোগ্রাফিক আপডেট ও বায়োমেট্রিক আপডেট মোবাইলের মাধ্যমে হয় না। 
  8. শিশুদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক আপডেট করানোর জন্য আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে যোগাযোগ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top